ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর

২০২৫ অক্টোবর ২৫ ১৭:০১:৩৫
স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে হৃদয়স্পর্শী এক ভালোবাসার গল্পের সমাপ্তি। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর না ফেরার দেশে পাড়ি জমালেন স্বামীও।

পরিবার সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক জলিলুর রহমান জলিল (৭৫) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। শুক্রবার দুপুরে হৃদরোগে মারা যান আঞ্জুয়ারা। এর ১১ ঘণ্টা পর রাত ১২টা ২৫ মিনিটে স্ত্রীর শোকে মৃত্যুবরণ করেন জলিলুর রহমান।

শনিবার সকালে দুজনকে পাশাপাশি দাফন করা হয়। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলেন, “জীবনে একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও একসঙ্গে গেলেন।”

ছেলে রাকিবুল হাসান রকি আবেগভরে বলেন, “মা মারা যাওয়ার পর বাবা শুধু বলছিলেন, তোমার মাকে ছাড়া আমি বাঁচব না। ঠিক তাই হলো।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে