ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

নতুন নির্দেশনা ওমরাহযাত্রীদের জন্য ঝামেলা না স্বস্তি!

২০২৫ অক্টোবর ২৫ ১১:১১:২৩
নতুন নির্দেশনা ওমরাহযাত্রীদের জন্য ঝামেলা না স্বস্তি!

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন এমন সব যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের আগে রিটার্ন টিকিট ক্রয় করা বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নির্দেশনা সব দেশ ও সব ধরনের ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস।

প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরান-এর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি জানান, গত সপ্তাহে দুবাই বিমানবন্দর থেকে ওমরাহর উদ্দেশে সৌদি আরবে যাওয়ার সময় চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়।

“আমাকে জানানো হয়, রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া হবে না,” — বলেন মিরান।

তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েক দিন থেকে পরে মদিনা সফর করা, তাই আগেই ফেরার টিকিট কাটেননি। শেষ মুহূর্তে রিটার্ন টিকিট কিনতে গিয়ে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এরপরই তিনি বোর্ডিং পাস পান।

খালিজ টাইমস জানায়, আমিরাতের বিভিন্ন ট্রাভেল অপারেটর নিশ্চিত করেছেন যে, নতুন এই নিয়মের মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রীদের ফেরার তারিখ নিশ্চিত করা এবং ওমরাহ ভিসার অপব্যবহার রোধ করা।

তারা জোর দিয়ে বলেছেন,“বিশ্বের যেকোনো দেশের নাগরিক হোক, এখন থেকে সৌদি আরবে প্রবেশের আগে রিটার্ন টিকিট অবশ্যই থাকতে হবে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে