ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

যে ৩ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

২০২৫ অক্টোবর ২৪ ১০:৩২:৩২
যে ৩ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদতের জন্য। সেই ইবাদতের শ্রেষ্ঠ রূপ হলো নামাজ। কুরআনে বলা হয়েছে,“আর তোমরা আমার স্মরণার্থে নামাজ কায়েম করো।” (সুরা ত্বহা : ১৪)

আবার অন্য আয়াতে এসেছে,“সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর, এবং ফজরের নামাজ কায়েম করো— নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।” (সুরা বনি ইসরাঈল : ৭৮)

নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে বলেও কুরআনে ঘোষণা আছে—“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সুরা আনকাবুত : ৪৫)

অতএব, নামাজ মুসলমানের জীবনের অপরিহার্য অঙ্গ। কিন্তু ইসলামী শরিয়তে কিছু নির্দিষ্ট সময় আছে যখন নামাজ পড়া পুরোপুরি নিষিদ্ধ।

হাদিসে তিন নিষিদ্ধ সময়ের বর্ণনা

হজরত উকবা ইবনে আমির (রা.) বলেন—

“তিন সময়ে রাসুলুল্লাহ (সা.) আমাদের নামাজ পড়া ও মৃতদের দাফন করতে নিষেধ করেছেন:

সূর্য যখন উদয় হতে থাকে, যতক্ষণ না তা পুরোপুরি উপরে ওঠে।

সূর্য ঠিক মধ্যাকাশে অবস্থান করে, যতক্ষণ না তা পশ্চিম দিকে হেলে পড়ে।

সূর্য যখন অস্ত যেতে শুরু করে, যতক্ষণ না সম্পূর্ণরূপে অস্ত যায়।”(সহিহ মুসলিম : হাদিস ৮৩১)

সূর্যোদয়ের সময়

সূর্য উঠার শুরু থেকে তার হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত কোনো নামাজ পড়া জায়েজ নয়।ফকিহদের গবেষণা অনুযায়ী, সূর্য ওঠার প্রায় ২০ মিনিট পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে হয়।

উদাহরণ: যদি আবহাওয়া অধিদপ্তর জানায় সূর্য ওঠার সময় সকাল ৬টা, তবে ৬টা ২০ মিনিট পর্যন্ত কোনো নামাজ বা সেজদা করা নিষিদ্ধ।

এই সময়টিতে নফল বা সুন্নত কোনো নামাজই আদায় করা উচিত নয়, শুধু কায়েম নামাজ ছাড়া।

সূর্য যখন ঠিক মাথার উপর (জাওয়াল সময়)

যখন সূর্য ঠিক মধ্যাকাশে অবস্থান করে, অর্থাৎ সরাসরি মাথার উপরে থাকে, তখনও নামাজ পড়া নিষেধ।এই সময়টিকে আরবি ভাষায় “জাওয়াল” বলা হয়।

জাওয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জোহর নামাজের ওয়াক্ত শুরু হয়।সতর্কতার জন্য ফকিহরা বলেন, সূর্য মাথার উপর উঠার ৫ মিনিট আগে এবং ৫ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকা উত্তম।

সূর্যাস্তের সময়

সূর্য যখন ডুবতে শুরু করে, তখনও নামাজ আদায় করা নিষিদ্ধ।এই সময় সূর্যের আলো হলুদ বা লালচে থাকে এবং ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যায়।সূর্য পুরোপুরি অস্ত না যাওয়া পর্যন্ত কোনো নফল নামাজ আদায় করা যায় না।

বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা ইউসুফ লুধিয়ানাভী (রহ.) বলেন,“এই তিন সময়ে শুধু নামাজ নয়, এমনকি মৃতদের দাফন করাও নিষিদ্ধ। তবে জরুরি প্রয়োজনে জানাজা পড়ে দ্রুত দাফন করার অনুমতি আছে।”

ইসলামী ব্যাখ্যানুযায়ী, এই তিন সময় সূর্য উপাসকদের ইবাদতের সময় হিসেবে পরিচিত ছিল।তাই মুসলমানদের ইবাদত যেন কোনোভাবেই মুশরিকদের প্রথার সঙ্গে মিশে না যায়, সেই কারণেই রাসুল (সা.) এই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এ ছাড়া, এই সময়গুলোতে সূর্যের আলো এমন অবস্থায় থাকে যা নামাজের মনোযোগ ও শ্রদ্ধাবোধে ব্যাঘাত ঘটাতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে