ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

বিশ্বনবী যে কারণে কবুতরকে শয়তান বলেছেন

২০২৫ অক্টোবর ২৩ ১৮:৫৯:১১
বিশ্বনবী যে কারণে কবুতরকে শয়তান বলেছেন

নিজস্ব প্রতিবেদক: কবুতর একটি জনপ্রিয় গৃহপালিত পাখি এবং শান্তির প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। ভিডিওতে কবুতরের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনায় তাদের অবাধ বিচরণ সম্পর্কে।

মসজিদুল হারামের আঙিনায় ঝাঁকে ঝাঁকে কবুতর দেখা যায়। ধূসর পালক, নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় এবং টানা চোখ এদের কিছু ভিন্নতা এনে দিয়েছে। আশপাশের খোলা জায়গায় এদের অবাধ বিচরণ দেখা যায়। মসজিদগামী মুসল্লিদের সঙ্গে এদের বেশ সখ্যতা রয়েছে।

এই কবুতরগুলোর কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না। যেমন, কাবাঘরের চারপাশে উড়াওড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না। সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসে না এবং রাতেও এখানে থাকে না। এমনকি বিভিন্ন সময়ে পশুপাখির মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না।

এই কবুতরগুলোর উৎস মূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে, এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর। হিজরতের সময় মহানবী (সা.) ও আবু বকর (রা.) যখন সাওর পাহাড়ে আশ্রয় নেন, তখন তারা গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কারস্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন। আবার কারো কারো মতে, বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবাঘর ভাঙতে আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল এবং পবিত্র কুরআনের সূরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে।

কবুতরকে 'শয়তান' বলার বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, একদিন রাসূল (সা.) এক ব্যক্তিকে কবুতরের পেছনে দৌড়াতে দেখলেন, অর্থাৎ খেলা করতে দেখলেন। তখন রাসূল (সা.) বললেন, "এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে।" এর ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে, সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই। এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং দ্বীন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এজন্যই রাসূল (সা.) বলেছেন, "এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে।"

মূলত, কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে অকল্যাণকর কাজে মজিয়েনিয়ে রাখে। এতে আল্লাহর আনুগত্য ও ইবাদত বন্দেগী ছুটে যায়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে