ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ইউরোপে মুসলমানদের নিরাপত্তায় নজিরবিহীন উদ্যোগ

২০২৫ অক্টোবর ২৩ ১৬:৫৭:২৯
ইউরোপে মুসলমানদের নিরাপত্তায় নজিরবিহীন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত ও ইসলামভীতি (Islamophobia) মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নরওয়ে। দেশটি এবার ইসলামভীতি ও মুসলিমবিরোধী ঘৃণা–অপরাধ প্রতিরোধে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে।

‘স্টপ ইসলামোফোবিয়া’ নামের এই প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয় গত রোববার (১৯ অক্টোবর) রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্যমূলক ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন করা।

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক ঘটনার তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস তৈরি করা হবে। এর ওপর ভিত্তি করে নরওয়ে সরকার ইসলামভীতি প্রতিরোধে কার্যকর নীতি ও পদক্ষেপ নিতে পারবে।

সম্মেলনের আয়োজন করে ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক (IDN)। এতে দেশটির ইমাম, গবেষক, রাজনীতিক, তরুণ নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,“একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় ধর্মীয় সংগঠন, নাগরিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।”

ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক জানিয়েছে, ইসলামভীতি শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থার জন্য হুমকি। শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে ঘৃণাবাদ মোকাবিলাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

আগামী দিনে মসজিদ, সরকারি সংস্থা ও নাগরিক সংগঠনের কার্যক্রমেও এ প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা জোরদার করা হবে।

নরওয়ের এই নতুন উদ্যোগকে ধর্মীয় বৈষম্য মোকাবিলায় এক প্রমাণনির্ভর জাতীয় কৌশল হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে