ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপির জন্য জুলাই সনদে নতুন সুযোগ!

২০২৫ অক্টোবর ১৮ ১১:৪৭:৫২
এনসিপির জন্য জুলাই সনদে নতুন সুযোগ!

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ না নিলেও, ভবিষ্যতে দলটির জন্য অংশগ্রহণের সুযোগ এখনো খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের 'কঠিন চীবর দান' অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে এনসিপির কিছু দাবিদাওয়া রয়েছে, যেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমরা সংলাপ ও আলোচনার মধ্য দিয়েই রাজনৈতিক ঐক্য গড়তে চাই।”

সেইফ এক্সিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, ঢাকায় বা চট্টগ্রামে আমার কোনো বাড়ি নেই। বিদেশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা দায়িত্ব নিয়েছি দেশ ও জনগণের সেবা করার জন্য।”

তিনি আরও বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশ ছিল এক জটিল ও অনিশ্চিত পরিস্থিতিতে। অর্থনীতি, আইনশৃঙ্খলা—সব কিছুই বিশৃঙ্খল ছিল। গত ১৫ মাস ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক কিছু স্থিতিশীল করেছি।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. খালিদ বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাই।”

অনুষ্ঠানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে