ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

আজই সনদ স্বাক্ষর কিন্তু আড়ালে চলছে রহস্যময় সমঝোতার পালা

২০২৫ অক্টোবর ১৭ ১১:৩৩:১০
আজই সনদ স্বাক্ষর কিন্তু আড়ালে চলছে রহস্যময় সমঝোতার পালা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সেখানে মঞ্চ তৈরির কাজ চলছিল।

যদিও সনদের বাস্তবায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি, বিএনপি সনদে স্বাক্ষর করতে রাজি হয়েছে। তবে জামায়াতে ইসলামি এবং এনসিপির অনুরোধে তাদের সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। উভয় দলই চান, স্বাক্ষরের আগে বাস্তবায়ন পদ্ধতি প্রকাশ্যে আসুক। যদিও তা না হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে সমঝোতার চেষ্টা চলছে, যা সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে।

জামায়াত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় থাকলেও সংস্কারের স্বার্থে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবে। স্বাক্ষর করবে কিনা তা আজ জানাবে।এনসিপি বলেছে, বাস্তবায়ন পদ্ধতির খসড়া, নির্বাচনের আগে গণভোট, সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং আগামী সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা না দিলে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না। তবে মধ্যরাতের বৈঠকে এনসিপির অবস্থানে কিছু পরিবর্তন এসেছে বলে একটি সূত্র জানিয়েছে।

গতকাল শেষ মুহূর্তে সনদে কিছু ত্রুটি সংশোধন করা হয়েছে। ২০১১ সালের সংবিধানের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তপশিল বাদ দেওয়ার বিষয়ে বিভ্রান্তি ছিল। সপ্তম তপশিল, যা ১০ এপ্রিল ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণাপত্র, বাদ যাবে না বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গতকাল কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও মনির হায়দার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি দল।

জামায়াত এবং এনসিপির সঙ্গে সমঝোতার আলোচনা হয়েছে। জামায়াত সই করতে রাজি হয়েছে, এনসিপি কিছু শর্ত সাপেক্ষে নমনীয় হলেও এখনও স্বাক্ষর অনুষ্ঠান থেকে সরে এসেছে।

কমিশন জানিয়েছে, স্বাক্ষরের আগে সনদ বাস্তবায়নের খসড়া প্রকাশ করা হবে না, কারণ এতে স্বাক্ষরকারী দলগুলো দ্বিধাগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞ প্যানেল পরামর্শ দিয়েছে, সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকর হবে এবং এর অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। পরবর্তী সংসদের প্রথম অধিবেশন ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কাজ করবে, যা জামায়াত ও এনসিপির দাবি অনেকটা পূরণ করবে।

বিএনপি নোট অব ডিসেন্ট রেখে সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে। তারা বলেছে, তারা যেসব সংস্কারে নোট অব ডিসেন্ট দিয়েছে, পরবর্তী সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হলে সেগুলো বাস্তবায়ন করবে না।

জামায়াত নোট অব ডিসেন্টের বিরুদ্ধে, তারা মনে করে গণভোটে অনুমোদিত হলে সনদের পুরো সংস্কার কার্যকর করা উচিত।একই সঙ্গে, চার বাম দল (সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল) সনদে স্বাক্ষর করবে না। তারা সংবিধানের চারটি মূলনীতি বাদ দেয়ার প্রতিবাদ জানিয়েছে।

আজ শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে তিন হাজার অতিথি অংশ নেবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শন করা হবে, যা সনদের গুরুত্ব তুলে ধরবে।

নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর মূল্যহীন। তিনি চান, গণভোটের আগে সনদের বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তি স্পষ্ট করা হোক। গণভোটে সনদের ৮৪ সংস্কার নিয়ে ভোট হবে এবং নির্বাচিত সংসদ সেই অনুযায়ী সংবিধান সংস্কার করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে