ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

'বন্ধের' বিষয়ে যা জানাল ফারইস্ট ফাইন্যান্স

২০২৫ অক্টোবর ১৬ ১৩:১৩:৩৮
'বন্ধের' বিষয়ে যা জানাল ফারইস্ট ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: দেশের নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এখনো কোনো দাপ্তরিক চিঠি পায়নি— এমন তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে “বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত” শিরোনামে সংবাদ প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে ফারইস্ট ফাইন্যান্স ডিএসইকে জানিয়েছে, প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তারা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা চিঠি পায়নি।

১৪ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে নয়টি সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের নামও উল্লেখ করা হয়। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ৯৮ শতাংশ ঋণ খেলাপি এবং ১ হাজার ১৭ কোটি টাকার বেশি ক্রমপুঞ্জিভূত লোকসান রয়েছে বলেও দাবি করা হয়। এ খবরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং কোম্পানিটির শেয়ারদরে অস্থিরতা দেখা দেয়।

এই প্রেক্ষাপটে, বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেনের স্বাভাবিকতা বজায় রাখতে ডিএসই ১৫ অক্টোবর ফারইস্ট ফাইন্যান্সকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। জবাবে কোম্পানিটি জানায়, “বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা আমরা পাইনি।”

বাজার বিশ্লেষকরা মনে করেন, কোম্পানির এই স্পষ্টীকরণে তাৎক্ষণিকভাবে গুজব প্রশমিত হতে পারে, তবে ফারইস্ট ফাইন্যান্সসহ সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার এখনো বড় চ্যালেঞ্জ।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে