ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শিক্ষকদের বেতনের বিষয়ে বড় ঘোষণা দিলেন রেহানা পারভীন

২০২৫ অক্টোবর ১৬ ১৭:২৪:১০
শিক্ষকদের বেতনের বিষয়ে বড় ঘোষণা দিলেন রেহানা পারভীন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে "কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে" বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, নতুন স্কেল চালু হলে বাড়িভাড়া, মূল বেতনসহ অন্যান্য সুবিধা নিয়েও সুরাহা আসবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেহানা পারভীন বলেন,“শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও, আমরা রাতদিন এই বিষয়ে কাজ করে যাচ্ছি। আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছাতে চাই।”

তিনি আরও বলেন,“জাতীয় বেতন স্কেল খুব শিগগিরই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই।”

শিক্ষা সচিব জানান, শিক্ষকদের আন্দোলন, দাবিদাওয়া ও 'মার্চ টু যমুনা' কর্মসূচির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি পর্যালোচনা করছে।

“আমরা দাবি করছি না যে সবকিছু একদিনেই পাল্টে যাবে। কিন্তু আমরা কাজ করছি, এবং এর ইতিবাচক প্রভাব আসবেই — একটু সময় লাগবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে