ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের কালো কারসাজি: কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অজানা চক্র

২০২৫ অক্টোবর ১৬ ১০:৩৭:১২
শেয়ারবাজারের কালো কারসাজি: কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অজানা চক্র

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বিনিয়োগের নামে চলছে একের পর এক ভয়াবহ প্রতারণা। অনলাইন থেকে অফলাইন, অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে শরিয়াহভিত্তিক ‘হালাল বিনিয়োগ’ প্রকল্প—সব জায়গায়ই লোভনীয় মুনাফার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে সাধারণ মানুষ তাদের সঞ্চয় সম্পদ হারাচ্ছেন। কেউ ব্যাংকে, কেউ শেয়ারবাজারে, কেউ আবার তথাকথিত শরিয়াহভিত্তিক বিনিয়োগে অর্থ রেখে নিঃস্ব হচ্ছেন। অথচ অধিকাংশ প্রতারক এখনও ধরাছোঁয়ার বাইরে।

গত সরকারের শাসনামলে দুর্নীতি ও লুটপাট আর্থিক খাতকে জীর্ণ করে তুলেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের পুঁজি লুট হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর যোগসাজশে ব্যাংক, বীমা, শেয়ারবাজারসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে। ফলে লাখ লাখ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর দেশের রাজনৈতিক, ব্যবসায়ী ও আমলা গোষ্ঠী দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে।

অর্থনীতিবিদদের মতে, স্বল্প পুঁজিতে অল্প সময়ে বেশি লাভের লোভেই এসব প্রতারণা মূলত সফল হচ্ছে। শুরুতে অল্প অঙ্কে বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ে মুনাফা দিয়ে আস্থা অর্জন করা হয়। এরপর তারা বড় অঙ্কের টাকা লগ্নি করতে প্রলুব্ধ হয় এবং বন্ধু-পরিবারকেও এতে উদ্বুদ্ধ করে। এক পর্যায়ে প্রতারকরা গা ঢাকা দেয়, আর বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে পড়েন।

রিমা (ছদ্মনাম) নামের এক স্কুলশিক্ষক ফেসবুকে একটি বিনিয়োগ অ্যাপের গ্রুপে যোগ দিয়ে প্রথমে কিছু লাভ পান। পরে আস্থায় পড়ে প্রভিডেন্ট ফান্ড ও গহনা বন্ধক রেখে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন। কয়েক দিনের মধ্যে অ্যাপ ও গ্রুপ উধাও হয়ে যায়। রিমার মতো হাজারো মানুষ প্রতিদিন ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছেন।

ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একই কৌশল চলছে। বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্স কয়েনের নামে কোনো নিয়ন্ত্রণ বা বাস্তব ঠিকানা ছাড়াই বিনিয়োগে প্রলুব্ধ করা হচ্ছে সাধারণ মানুষকে। ফলে বিপুল অর্থ হারানোর পর অভিযোগের কোনো সুযোগ থাকে না।

শরিয়াহভিত্তিক বিনিয়োগের নামে ধর্মপ্রাণ মানুষও ফাঁদে পড়ছেন। পিরোজপুরের এহসান গ্রুপের প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রতারণা অন্যতম উদাহরণ। ‘হালাল মার্চেন্টিং’, ‘শরিয়াহ কমপ্লায়েন্ট ফার্মিং’ ইত্যাদি নামে প্রতারণা চলছে। শুরুতে নিয়মিত মুনাফা দেয়ার পর শেষ পর্যন্ত পুরো অর্থ নিয়ে পালিয়ে যায় প্রতারকরা।

বাংলাদেশে আলোচিত প্রতারক প্রতিষ্ঠানের মধ্যে ই-ভ্যালি, ডেসটিনি, ইউনিপে টু ইউ ও যুবক উল্লেখযোগ্য। তারা উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অনেক শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার হলেও ভুক্তভোগীরা এখনও অর্থ ফেরত পাননি।

গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা ক্ষুদ্রঋণ ও সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। বগুড়ার শেরপুরের ‘আশার আলো মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইট’ গ্রামীণ দরিদ্র নারীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। দেশের নানা অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতারণা চলছে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অতিরিক্ত লাভের লোভ দেখিয়ে অনেক কোম্পানি প্রতারণা করছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোরও ব্যর্থতা রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় নজরদারি কঠিন।

অর্থনীতিবিদদের মতে, শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের মাত্রা বিশ্বে নজিরবিহীন। ইসলামী ব্যাংকসহ অনেক শরিয়াহভিত্তিক ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছে, বিনিয়োগকারীরা লভ্যাংশ পাচ্ছেন না। এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সাধারণ বিনিয়োগকারীদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

শেয়ারবাজারেও নানা কারসাজি, ভুয়া লেনদেন ও রাজনৈতিক মদতে প্রতারণার ঘটনা ঘটছে। মশিউর সিকিউরিটিজ একাই দেড় হাজার বিনিয়োগকারীর ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে। বিএসইসির পরিচালক আবুল কালাম জানান, বর্তমান কমিশন অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, ধীরে ধীরে বাজারে শৃঙ্খলা ফিরছে।

বীমা খাতে প্রতারণা এখন সাধারণ ঘটনা। ২০২৩ সালে আইডিআরএর কাছে ৫০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। বর্তমানে সাড়ে তিন হাজার কোটি টাকার দাবি আটকে আছে। এই অর্থ লুটপাট হচ্ছে, ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দুর্নীতি সিস্টেমিক রূপ নিয়েছে। ব্যাংক, বীমা, শেয়ারবাজার, প্রশাসন, আদালত সর্বত্র দুর্নীতি চলছে। এ পরিস্থিতিতে প্রতারণা বন্ধ করা কঠিন।

অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ জানান, রাজনৈতিক মদতে নিয়ন্ত্রক সংস্থাগুলো কার্যত অসহায়, যার কারণে লুটপাট অবাধে হচ্ছে। আইনি কাঠামোয় দুর্বলতা থাকায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পুঁজি ফেরত পায় না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে