ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস

২০২৫ অক্টোবর ১৬ ১০:৩১:৩৮
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। দেশের ৯টি সাধারণ, কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার হয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালের পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এ হিসাব অনুযায়ী এবারের পাসের হার আগের বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

অংশগ্রহণ ও পরীক্ষা কেন্দ্র

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেন ১২,৫১,১১১ জন শিক্ষার্থী

এর মধ্যে ছাত্র সংখ্যা: ৬,১৮,০১৫

ছাত্রী সংখ্যা: ৬,৩৩,০৯৬

পরীক্ষা অনুষ্ঠিত হয় ২,৭৯৭টি কেন্দ্রে

পরীক্ষায় অনুপস্থিত ছিলেন প্রায় ২৭,০০০ শিক্ষার্থী

গত বছরের তুলনায় পাসের হার এতটাই কমে যাওয়ায় শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলাফলে এই হ্রাসের কারণ অনুসন্ধানে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গবেষণা শুরু করেছে।

পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নির্দিষ্ট এসএমএস কোডের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে