ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

৩০ কোটি টাকার ফান্ড নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

২০২৫ অক্টোবর ১৪ ১৬:৫২:৩৮
৩০ কোটি টাকার ফান্ড নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই অর্থ দিয়ে দেশের প্রথম আধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা রয়েছে।

তবে এই নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) কমলাপুর স্টেডিয়ামে কৃত্রিম ঘাসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন:

“এটি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন। আমরা আশা করছি, সময়মতো সব কিছু সমন্বয় করে ফান্ড ব্যবহার নিশ্চিত করতে পারব।”

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে বাফুফে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। শুরুতে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরে পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে সেই প্রকল্পের জন্য বিকল্প জায়গা খোঁজা হয়। এখন নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায়, যেখানে প্রায় ১৫ একর জমি বাফুফের অনুকূলে বরাদ্দ পেয়েছে।

নতুন টেকনিক্যাল সেন্টারে থাকছে:

একটি ঘাসের মাঠ

একটি কৃত্রিম টার্ফ

আধুনিক জিমনেসিয়াম

সুইমিংপুল

ফুটবলারদের জন্য আবাসিক ও একাডেমিক সুবিধা

বাফুফে আশা করছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নিজস্ব মাঠ না থাকার ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে