ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতা ফের গ্রেফতার

২০২৫ অক্টোবর ১৪ ১১:৪৩:২২
জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতা ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবীর ফারুক (৫০) কে ফের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা পরিষদ ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।

পুলিশ জানায়, শহরের পলাশপাড়ায় জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

ওসি বলেন, জামিনে মুক্তির পরও ফারুক প্রকাশ্যে চলাফেরা করছিলেন এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এ কারণে আবারও তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

শহীদুল্লাহেল কবীর ফারুক ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের বাসিন্দা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে