ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

শিশুদের নতুন ঠিকানা সাবেক রাষ্ট্রপতির বাড়ি

২০২৫ অক্টোবর ১৪ ১১:১৮:৫০
শিশুদের নতুন ঠিকানা সাবেক রাষ্ট্রপতির বাড়ি

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পৈতৃক বাড়িটি বর্তমানে একটি কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় আন্দোলনকারীরা ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। তবে সেই সময় বাড়িটিতে কেউ উপস্থিত ছিলেন না।

সেই ঘটনার পর সাবেক রাষ্ট্রপতির একমাত্র ছেলে নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সঠিক অবস্থান জানা যায়নি; অনেকের ধারণা তারা সপরিবারে বিদেশে চলে গেছেন। প্রায় এক বছর ধরে বাড়িটি পরিত্যক্ত ছিল এবং গেট তালাবদ্ধ ছিল। এলাকাবাসী অনেকসময় বাইরে থেকে বাড়িটি দেখতেন।

সম্প্রতি জানা গেছে, ওই বাড়িটি ভাড়া দিয়ে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল চালানো হচ্ছে। জিল্লুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে নঈম আহমেদ এই স্কুলের একজন অংশীদার। স্কুলের মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। নঈম আহমেদের সহায়তায় বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে, তবে শুধুমাত্র নিচতলা ভাড়া দেওয়া হয়েছে, দোতলা অংশ ভাড়া দেওয়া হয়নি।

ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অবস্থিত এই বাড়িটি ‘আইভি ভবন’ নামে পরিচিত, যা জিল্লুর রহমানের মরহুম স্ত্রী আইভি রহমানের নামে নামকরণ করা হয়েছিল। স্বাধীনতার পর পাঁচবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন জিল্লুর রহমান। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে ঢাকার গুলশানে থাকতেন, তাই ভৈরবের বাড়িটিতে কেউ নিয়মিত থাকতেন না। একজন কেয়ারটেকারই বাড়িটির দেখাশোনা করতেন।

স্কুলের মালিক অধ্যক্ষ আবদুল বাসেত বলেন, “আমার স্কুল ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করি। জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার পার্টনার ছিলেন, তিনি মারা গেছেন। এখন তার ছেলে নঈম আমার পার্টনার। নঈম বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িটি ভাড়া নেওয়ার ব্যবস্থা করেছে। ৫ আগস্টের পর বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, সংস্কারের জন্য আমার অনেক খরচ হয়েছে, যা আমি ভাড়া থেকে কর্তন করব। নিচতলা ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করছি, দোতলা ভাড়া নিইনি।”

নঈম আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জিল্লুর রহমানের পরিবারের অন্য সদস্যদের অবস্থানও জানা যায়নি। তার দুই মেয়ে কোথায় আছেন সেটিও অজানা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে