ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

এক বছরেই পোশাক খাতের ভয়াবহ পতন

২০২৫ অক্টোবর ১৪ ০৮:৩১:৪৮
এক বছরেই পোশাক খাতের ভয়াবহ পতন

নিজস্ব প্রতিবেদক : গত এক বছরে দেশের তৈরি পোশাক খাতে বিরূপ পরিস্থিতির কারণে ১৮৫টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান জ্বালানি সংকটের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে। পাশাপাশি, গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানির আয়ও ৬ শতাংশ কমেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) রবিবার রাজধানীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তারা টেকসই উৎপাদনের জন্য একত্রিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।

বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, “ক্রমাগত কারখানা বন্ধ হওয়া এবং উৎপাদন কমার কারণে বিদেশি ক্রেতাদের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে। রপ্তানির আদেশও আগের তুলনায় অনেক কম। গত দুই মাসে তৈরি পোশাক রপ্তানি ৫ থেকে ৬ শতাংশ হ্রাস পেয়েছে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং দেশের রাজনৈতিক অনিশ্চয়তা মিলিয়ে শিল্প খাতে চাপে পড়েছে।

সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন দেশে অনুষ্ঠিত পোশাক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আগের তুলনায় অনেক কমে গেছে। উদ্যোক্তারা অংশগ্রহণ করলেও উৎপাদন ও বায়িং হাউজ সংশ্লিষ্ট প্রতিনিধিদের অনেককে মেলায় অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে বাংলাদেশের ব্র্যান্ড প্রচারণায় বিঘ্ন ঘটছে।

তারা সতর্ক করে জানান, দ্রুত উৎপাদন সংকট দূর না করা গেলে নতুন ক্রয় আদেশ পাওয়া কঠিন হয়ে পড়বে। শিল্প উৎপাদন ও রপ্তানি টিকিয়ে রাখতে সরকারের কার্যকর হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি। বিজিবিএ মনে করে, উৎপাদক ও বায়িং হাউজের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয়। তাই সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে যৌথভাবে এই সংকটের সমাধান করতে উদ্যোগী হতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে