ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

অজু ছাড়া মোবাইল, কম্পিউটার স্ক্রিনে কোরআন তেলাওয়াতের বিধান

২০২৫ অক্টোবর ০১ ১২:১৬:৪১
অজু ছাড়া মোবাইল, কম্পিউটার স্ক্রিনে কোরআন তেলাওয়াতের বিধান

নিজস্ব প্রতিবেদক : মোবাইল বা ট্যাবে দৃশ্যমান কোরআনের আয়াত অজু ছাড়া স্পর্শ করা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও, পবিত্র কোরআনের মর্যাদা রক্ষায় অজু ছাড়া স্পর্শ না করাই উত্তম। কেউ কেউ মনে করেন স্ক্রিনে থাকা অবস্থায় স্পর্শ করা যায় কারণ এটি কাগজের মতো স্থায়ী নয়, বরং আলোর মাধ্যমে দৃশ্যমান থাকে। তবে, পবিত্র কোরআনের সম্মানার্থে অজু করে নেওয়া বা স্ক্রিন স্পর্শ করা থেকে বিরত থাকা ভালো।

যেসব আলেম স্পর্শ করা জায়েজ মনে করেন:

তাঁদের যুক্তি হলো, মোবাইলের স্ক্রিনে থাকা কোরআনের আয়াত কাগজের মতো স্থায়ী লিপি নয়, বরং এটি আলোর মাধ্যমে তৈরি হওয়া প্রতিচ্ছবির মতো।

এই কারণে, স্ক্রিন প্রোটেক্টর বা গ্লাস লাগিয়ে স্পর্শ করা হলে লেখাটি সরাসরি স্পর্শ হয় না এবং স্পর্শ করাকে জায়েজ বলা হয়।

যেসব আলেম স্পর্শ করা নাজায়েজ বা উত্তম মনে করেন:

তাঁদের মতে, পবিত্র কোরআন আল্লাহর কালাম এবং এর মর্যাদা সর্বোচ্চ।

যেহেতু এটি কোরআনের আয়াত, তাই অজু ছাড়া স্পর্শ করা উচিত নয়, এমনকি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা হলেও।

তাদের মতে, পবিত্র কোরআনের কপি স্পর্শ করতে হলে দৈহিক পবিত্রতা অর্জন করা শর্ত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে