ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশি যাত্রীদের জন্য বড় সুখবর

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১১:০৪:০৯
বাংলাদেশি যাত্রীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি যাত্রীদের জন্য সুখবর নিয়ে এসেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শীর্ষস্থানীয় স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। প্রতিষ্ঠানটি তাদের বিস্তৃত নেটওয়ার্কে এক মিলিয়ন আসনে বিশেষ ছাড় ঘোষণা করেছে, যা চালু হয়েছে ‘সুপার সিট সেল’ নামে।

এই অফারের আওতায় ঢাকা থেকে সরাসরি উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবি হয়ে জার্মানি, ইতালি, তুরস্ক, মিসর, পোল্যান্ড, গ্রিস, অস্ট্রিয়া, রাশিয়া, চেক প্রজাতন্ত্র ও আজারবাইজানসহ আরও অনেক আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। যাত্রীরা মাত্র ১৩,৪৮৬ টাকা থেকে একমুখী টিকিট কিনতে পারবেন।

বুকিং চালু থাকবে: ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

ভ্রমণের সময়কাল: ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ অক্টোবর ২০২৬ এর মধ্যে।

বর্তমানে এয়ার অ্যারাবিয়া সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিসরের পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে ২০০টিরও বেশি রুটে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী ভ্রমণের পাশাপাশি আরামদায়ক ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে দৃঢ় অবস্থান ধরে রেখেছে।

ভ্রমণ ও টিকিট বুকিংয়ের বিস্তারিত তথ্য জানতে এয়ার অ্যারাবিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন:www.airarabia.com

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে