ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হট্টগোল করতে এসে গা ঢাকা দিলেন নিঝুম মজুমদার

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১০:৪২:২৭
হট্টগোল করতে এসে গা ঢাকা দিলেন নিঝুম মজুমদার

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে বড় ধরনের উত্তেজনা ও বাংলাদেশী নেতাদের হেনস্থার ঘটনা প্রকাশ ।

আওয়ামী লীগের একটি পরিকল্পনার অংশ হিসেবে মানবাধিকার কর্মীদের আড়ালে বিভিন্ন দেশ থেকে লোক জড়ো করা হয়। জুলাই বিপ্লবে ক্ষমতা হারানো দলটির (আওয়ামী লীগ) পতিতা সরকার প্রধান শেখ হাসিনা নিয়মিত অনলাইন বৈঠকে ও ভিডিও কলে উস্কানিমূলক বক্তব্য দেন। ভাইরাল হওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, "কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরতে না পারে" এবং "ওদের একটাকেও আমি ছাড়বো না"।

আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ঠিকভাবেই এগোচ্ছিল, সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপের ঘটনার পর তা হোঁচট খায়। এই ঘটনায় আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবী ও নেতাকর্মীরা হতাশ হন। আক্তার জানান যে, তিনি বিমানবন্দরের কাছাকাছি থানায় পুলিশের কাছে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে, যারা সেদিন হামলা ও হত্যাচেষ্টা করেছিল এবং মৃত্যুর হুমকি দিয়েছিল।

এরপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিউইয়র্কের রাস্তায় হট্টগোল করতে গিয়ে নিউইয়র্ক পুলিশের হাতে একের পর এক আটক হন। "জয় বাংলা" স্লোগান দিতে থাকা বিক্ষোভকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, "শেখ হাসিনার জন্য প্রাণ দেবো"।

আওয়ামী লীগের আরেক নেতা নিজুম মজুমদার কলকাতা থেকে দলবল নিয়ে নিউইয়র্কে আসেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করতে। তবে আক্তারের উপর ডিম নিক্ষেপের মামলায় আসামি হয়ে নিজুম মজুমদার নিউইয়র্কের এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার রাস্তায় রাতের আঁধারে নিজুম মজুমদারকে দেখা গেলে তাকে "হারপিক মজুমদার" নামে অভিহিত করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউইয়র্কে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের তথ্য মতে জানা যায়, মামলার কারণে নিজুম মজুমদারের নিউইয়র্ক সফরের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তিনি প্রকাশ্যে কোনো হট্টগোলে অংশ নিতে পারছেন না এবং ঘন ঘন ঠিকানা পরিবর্তন করতে হচ্ছে তাকে।

নিজুম মজুমদার একটি রেস্টুরেন্টে কয়েকজনকে নিয়ে বক্তব্য দিতে দেখা যায়, যেখানে তিনি বলেন, "যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেন, যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন ক্ষমতা হস্তান্তর করেন। যদি বাংলাদেশে এমন কোনো সরকার হয় তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াটএভার, তাদের হাতে তিনি হস্তান্তর করলেই নির্বাচন হলে সেইটা হবে বৈধ"। তিনি আরও বলেন, "ভবিষ্যতে যদি কোনো নির্বাচনের মাধ্যমে কোনো গভর্ণমেন্ট আসে তাহলে সে অবৈধ।" তার এই বক্তব্যকে "দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো" বলে মন্তব্য করা হয়।

একটি ভারতীয় গণমাধ্যম (ANI) এবং আরেকজন পরিচিত সাংবাদিকের কাছে নিজুম মজুমদার বলেন যে, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে ১০ লাখ সংখ্যালঘু নাকি পালিয়ে গেছে। এছাড়াও, আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন যে, নিজুম মজুমদারের পরিকল্পনা ছিল দেশে তাদের দলের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়ে জাতিসংঘের সামনে বিতরণ করার, কিন্তু তিনি আসতে পারেননি; তার আগেই তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে