ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

“তিন বাচ্চা থাকলেও ক্ষমা নেই”—সাকিবকে নিয়ে স্ট্যাটাস ভাইরাল

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১০:৩৫:০৯
“তিন বাচ্চা থাকলেও ক্ষমা নেই”—সাকিবকে নিয়ে স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

তার এই পোস্টের জেরে ইতোমধ্যেই সমালোচনায় মুখর হয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ আরও অনেকে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে সাকিবের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লেখেন:“মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক। কিন্তু মন থেকে চাই—জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার।”

গণআন্দোলনে শহীদ হওয়া মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীও সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের কড়া সমালোচনা করেন।

তার ভাষ্য:“সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল? তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি!”

তিনি আরও যোগ করেন:“এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে ‘আপা’ সম্বোধন করে শুভেচ্ছা জানায়—তখন আমাদের সবার চোখে স্পষ্ট হয়ে যায় কে কতখানি দালাল।”

সাকিব আল হাসান সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন।

এরপর থেকে তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, নৈতিক প্রশ্নবোধকতা ও গণআন্দোলনের শহীদদের প্রতি অসম্মান দেখানোর অভিযোগ ওঠে।

একইসাথে সরকারের ক্রীড়া উপদেষ্টাও তাকে জাতীয় দল থেকে আজীবনের জন্য বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে