ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢামেকে আইসিইউতে সাবেক মন্ত্রীর মৃত্যু

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:১৫:৫৯
ঢামেকে আইসিইউতে সাবেক মন্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এদিকে, নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন,“আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।”

গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অসুস্থতার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে আজ সকালে তিনি মারা যান।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে