ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারতের ‘এই সময়’ পত্রিকাকে তুলোধোনা করলেন ফখরুল

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৯:৫১:১৪
ভারতের ‘এই সময়’ পত্রিকাকে তুলোধোনা করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে তার নামে উপস্থাপিত বক্তব্যকে ভুল ও বিকৃত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, পত্রিকাটির সঙ্গে সামান্য কথাবার্তা হলেও সেটিকে ‘সাক্ষাৎকার’ বলা যায় না, এবং যেসব মন্তব্য তাকে উদ্ধৃত করে ছাপানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

“সাক্ষাৎকার দেইনি” — মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন:“এই সময়–কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কিছু কথাবার্তা হয়েছে, তবে যেসব বক্তব্য তারা ছেপেছে, তার কোনোটিই আমি বলিনি।”

“জামায়াত ৩০টি আসন চেয়েছে”— ভিত্তিহীন দাবি

এই সময়–এর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপির কাছে আসন্ন জাতীয় নির্বাচনে ৩০টি আসনের দাবি জানানো হয়েছে। এই তথ্য পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করে মির্জা ফখরুল সাফ বলেন:“আমি এমন কোনো কথা বলিনি, এবং প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। কে, কোথা থেকে এই তথ্য দিয়েছে, সেটা আমি জানি না।”

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গেও কোনো মন্তব্য নয়

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছিল যে, মির্জা ফখরুল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো মন্তব্য করেছেন। তবে সে সম্পর্কেও বিএনপি মহাসচিব কোনো বক্তব্য দেননি বলে নিশ্চিত করেন।

তিনি বলেন:“আওয়ামী লীগ সম্পর্কে আমাদের অবস্থান তো স্পষ্ট। কিন্তু নিষিদ্ধের বিষয়ে আমি এমন কিছু বলিনি।”

বিকৃত সংবাদ প্রচারে উদ্বেগ

বিএনপির পক্ষ থেকে এর আগে একাধিকবার বিদেশি সংবাদমাধ্যমে বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। মির্জা ফখরুলের সর্বশেষ বক্তব্যও সেই ধারাবাহিকতার অংশ বলেই বিবেচনা করা হচ্ছে।

দলের শীর্ষ নেতারা মনে করছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে