ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনের আগে খেলাপিদের জন্য সুখবর

২০২৫ সেপ্টেম্বর ২২ ০৯:৪৪:০৬
নির্বাচনের আগে খেলাপিদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা আগে কোনো নীতি সহায়তা পাননি, সেসব শিল্প ও উৎপাদনমুখী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ নগদ জমা দিয়ে প্রতিষ্ঠানগুলো এই সুযোগ গ্রহণ করতে পারবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই উদ্যোগ যেন রাজনৈতিক সুবিধা পাওয়ার ঢাল না হয়ে ওঠে।

কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিঘাতে দুর্বল হয়ে পড়েছে দেশের অর্থনীতি। হাজার হাজার মানুষ কাজ হারিয়েছেন, বন্ধ হয়েছে বহু কারখানা। বৈশ্বিক সংকটে বেড়েছে মূল্যস্ফীতি, জ্বালানি ও পরিবহন ব্যয়—যার সরাসরি প্রভাব পড়েছে জনগণের জীবনে।

অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ বলেন,"নির্বাচন সামনে রেখে যেন কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এই সুবিধা না নেয়, সেজন্য কিছু শর্ত আর মনিটরিং থাকা জরুরি। ঋণ পুনঃতফসিলের পর প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে ব্যবসায় ফিরে আসছে কিনা, সেটিও দেখা দরকার।"

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান,"আগে সচ্ছলরাও এই সুবিধা পেয়েছেন, যাদের খেলাপি হওয়ার কথা না। এবার পেশাদার ব্যাংকারদের উচিত রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ব্যাংক পরিচালনা করা।"

মূল সুবিধাসমূহ:

২ শতাংশ নগদ জমা দিয়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ

১০ বছর মেয়াদে পরিশোধের সুবিধা, যার মধ্যে প্রথম ২ বছর গ্রেস পিরিয়ড

৩০০ কোটি টাকার বেশি ঋণধারীরা আবেদন করবেন বাছাই কমিটির মাধ্যমে

সুবিধা পাবে শুধুমাত্র তারা, যারা বৈশ্বিক সংকট ও টাকার মান কমার কারণে ক্ষতিগ্রস্ত

নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও উৎপাদন রক্ষা করতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে