ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু ভোটের অনিয়ম প্রসঙ্গে যা বললেন আবদুল কাদের

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:১২:২২
ডাকসু ভোটের অনিয়ম প্রসঙ্গে যা বললেন আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন ভিপি (সহসভাপতি) প্রার্থী আবদুল কাদের। তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে শিক্ষার্থীদের বিভিন্ন শঙ্কা, উদ্বেগ এবং অনিয়মের সম্ভাবনার কথা নির্বাচন কমিশনকে (ইসি) বারবার জানানো হয়েছিল কিন্তু কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আবদুল কাদের অভিযোগ করেন, “কমিশনের আচরণ ছিল আনাড়ি ও অপরিণত। তারা কথায় ও কাজে ধারাবাহিকতা রাখতে পারেননি। বরং এমন এক ‘নতজানু মনোভাব’ নিয়ে কাজ করেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করেছে।”

তিনি জানান, ভোটের দিনেও তারা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন, কিন্তু নির্বাচন কমিশন বিষয়গুলো গুরুত্ব দেয়নি। বরং তাদের বলা হয়েছিল, "নিজেরা গিয়ে দেখে আসুন পরিস্থিতি কেমন।"

সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ ছিল ব্যালট পেপারের নিরাপত্তা নিয়ে। কাদের বলেন, “আমরা জানতে পেরেছি, কিছু কেন্দ্রে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় ছিল, যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়াবহ ইঙ্গিত।”

আবদুল কাদেরের মতে, শিক্ষার্থীরা নির্বাচনের ফলাফল নয়, বরং পুরো নির্বাচন প্রক্রিয়া এবং কমিশনের কার্যক্রম নিয়েই বেশি সন্দিহান। তিনি বলেন, “নির্বাচনের প্রার্থীদের নিয়ে যত না প্রশ্ন, তার চেয়ে বেশি প্রশ্ন নির্বাচন কমিশনের ওপর।”

তবে, ভিপি প্রার্থী কাদের জোর দিয়ে বলেন, “আমরা কোনোভাবেই চাই না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু কমিশনের নিরবতা এবং দায় এড়ানোর প্রবণতা শিক্ষার্থীদের মনে আরও প্রশ্ন জাগাচ্ছে।”

শেষে আবদুল কাদের উপাচার্যের (ভিসি) প্রশংসা করেন। তিনি বলেন, “ভিসি স্যার আন্তরিকভাবে পরিশ্রম করেছেন, সাহসিকতার সঙ্গে অনেক কাজ করেছেন। তবে নির্বাচন কমিশনের ব্যর্থতা তার সেই প্রচেষ্টাকে আড়াল করে ফেলছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে