ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নিখোঁজ ছাত্রনেতা নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের 

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:০৪:১১
নিখোঁজ ছাত্রনেতা নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের 

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গত ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে কে. এম. মামুনুর রশিদ নিখোঁজ। বিষয়টি চরম উদ্বেগজনক ও ভীতিকর। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটি গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে এমন ঘটনা এবারই প্রথম। এটি প্রমাণ করে, রাষ্ট্র ন্যূনতম নাগরিক নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এবং সরকারের পক্ষ থেকে কোনো জবাবদিহিতা না থাকা গভীর হতাশাজনক।”

হাসনাত গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরবতা অত্যন্ত শঙ্কার বিষয়। এটি প্রমাণ করে, আবারও দেশে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের রাজনীতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।”

নিখোঁজ মামুনুর রশিদ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে