ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একাদশে ভর্তি স্থগিত: শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা!

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৭:৫০:০৩
একাদশে ভর্তি স্থগিত: শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা!

নিজস্ব প্রতিবেদক: চলতি (২০২৫-২৬) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে "শিক্ষা কোটা"–র আওতায় ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাইকোর্টের দেওয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

১০ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে EQ-2 ক্যাটাগরির শিক্ষা কোটা সংক্রান্ত একটি ভর্তি নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়—মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এ কোটা প্রযোজ্য হবে।

তবে এই কোটার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হলে আদালত এক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। সেই সিদ্ধান্ত মেনে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

EQ-2 বা "Education Quota-2" নির্ধারণ করা হয়েছিল—শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য।

তবে অভিযোগ ওঠে, এ কোটায় অনেক অযোগ্য আবেদনকারী—যেমন ব্যবসায়ী বা বেসরকারি চাকরিজীবীদের সন্তানরাও—ভর্তি আবেদন করেন।কোটার দুর্ব্যবহার,জালিয়াতি,এবং ভর্তিতে অনিয়ম।

এইসব অভিযোগের ভিত্তিতেই বিষয়টি আদালতের নজরে আসে এবং অবশেষে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ জারি হয়।

বর্তমানে EQ-2 কোটা সংক্রান্ত ভর্তি কার্যক্রম পুরোপুরি স্থগিত রয়েছে। বোর্ড জানিয়েছে, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই কোটায় কাউকে ভর্তি করানো হবে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে