ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আওয়ামী লীগ নেতার লাইসেন্সে ভারতে যাচ্ছে ইলিশ

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৭:৪৮:০৮
আওয়ামী লীগ নেতার লাইসেন্সে ভারতে যাচ্ছে ইলিশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ১,২০০ টন ইলিশ মাছ পাঠানোর অনুমতি দিয়েছে সরকার। তবে এই রপ্তানি প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলের চারটি লাইসেন্স ব্যবহার করে ইলিশ পাঠানোর খবর আলোচনার জন্ম দিয়েছে। তিনি বর্তমানে বিদেশে পলাতক থাকা সত্ত্বেও তার লাইসেন্স ব্যবহার করে প্রায় ২,০০০ কেজি ইলিশ মাছ কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর টুটুল কলকাতা পালিয়ে যান। তবে সেখান থেকেই তিনি বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। খোঁজ নিয়ে আরও জানা গেছে, সাদিক আব্দুল্লাহর সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। নগরীর হাট, ঘাট, বাজার, বাসস্ট্যান্ডসহ সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আব্দুল্লাহর আয়-বাণিজ্যের বিষয়গুলোও তিনি দেখতেন। বৈধ-অবৈধ উপায়ে তিনি শত কোটি টাকার মালিক বনে গেছেন বলেও অভিযোগ রয়েছে। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে।

এই বছর সরকার মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যার মধ্যে চারটি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিষা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এয়ার এন্টারপ্রাইজ। ২০১৯ সাল থেকে যখন সরকার প্রথম পূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়, তখন থেকেই এই আওয়ামী লীগ নেতা প্রতি বছর ইলিশ রপ্তানি করছেন।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় টুটুলের একটি প্রতিষ্ঠান দুই দিনে প্রায় ২,০০০ কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে। তবে অন্য তিনটি লাইসেন্সে এখন পর্যন্ত কোনো মাছ ভারতে যায়নি। পোর্ট রোডে ইলিশ মোকামের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন যে টুটুলের লোকজন তার মোকাম থেকে মাছ সংগ্রহ করছেন এবং তাদের সহযোগিতায় রপ্তানি ব্যবসাও চলছে। তারা আরও জানান, ৫ আগস্টের আগের মতোই ৬০০ থেকে ৯০০ গ্রামের প্রায় সব ইলিশ টুটুলের লোকেরা কিনে নিয়ে যাচ্ছেন, যেন এখনও টুটুলের রাজত্ব চলছে।

মোকামের সভাপতি ও সম্পাদক পদে থাকা দুজনই বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা। তাদের অভিযোগ, তারা চাইলেই টুটুলের ব্যবসা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু রহস্যজনক কারণে তা হয়নি। যদিও এ বিষয়ে আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের মহানগর সদস্য সচিব কামাল শিকদার বলেন, এই মোকামে বিএনপি, আওয়ামী লীগসহ সব দলই আছে। তিনি আরও মন্তব্য করেন যে ইলিশ রপ্তানির অনুমতি সরকার দিয়েছে, এখানে তার কিছু করার নেই।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে