ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মাত্রাতিরিক্ত বিতর্কের পর হঠাৎ সরিয়ে দেওয়া হলো সিনিয়র সচিবকে

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৬:৩৬:২৯
মাত্রাতিরিক্ত বিতর্কের পর হঠাৎ সরিয়ে দেওয়া হলো সিনিয়র সচিবকে

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে বলে আজ (রবিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বর্তমানে জনপ্রশাসন সচিবের দায়িত্বভার সাময়িকভাবে পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তবে একাধিক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান (অতিরিক্ত সচিব, সিপিটি অনুবিভাগ) এই পদে স্থলাভিষিক্ত হতে পারেন।

২০২৪ সালের ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ছিলেন বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তার সময়কালে:পদায়ন ও পদোন্নতিতে বৈষম্য এবং "যোগ্য কর্মকর্তাদের অবমূল্যায়ন" নিয়ে বিতর্ক শুরু হয়

সচিব, সংস্থা প্রধান, জেলা প্রশাসক নিয়োগে ‘নজিরবিহীন বিশৃঙ্খলার’ অভিযোগ ওঠে,আর্থিক লেনদেন এবং পছন্দের লোকদের পদায়ন সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়,আওয়ামী লীগ সরকারের শেষদিকে সুবিধাভোগী কর্মকর্তাদের একের পর এক পদায়ন ক্ষোভের জন্ম দেয় প্রশাসনের ভেতরেই,এইসব কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও সরকারি প্রজ্ঞাপনে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জনপ্রশাসন সচিব পদটি সরকারের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু। এ পদে এমন হঠাৎ রদবদল খুবই স্পর্শকাতর এবং রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে