ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে কোডের মাধ্যমে শিবিরের রাজনীতি চলতো জাহাঙ্গীরনগরে

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১০:৪৩:৫৮
যে কোডের মাধ্যমে শিবিরের রাজনীতি চলতো জাহাঙ্গীরনগরে

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রায় ৪০ বছর ধরে নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্রশিবির (আইসিএস) সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। এই ঘটনাকে 'বামপন্থীদের স্বর্গরাজ্য' হিসেবে পরিচিত ক্যাম্পাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গত প্রায় চার দশক ধরে ছাত্রশিবির ক্যাম্পাসে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে যে, এই সময়ে শিবিরকর্মী হিসেবে পরিচিতি পেলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। শিবিরকর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ এবং একে অপরকে চিনতে "কে জা" (কেন্দ্র জানে) কোড ব্যবহার করত। প্রত্যেক কর্মীর একটি সাংগঠনিক নাম এবং প্রতিটি গ্রুপ ও কমিটির একটি কোড নেম থাকত, যা নিয়মিত পরিবর্তন করা হতো যাতে তাদের পরিচয় ফাঁস না হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এক গ্রুপ অন্য গ্রুপের বা এক হল কমিটি অন্য হল কমিটির পরিচয় জানত না।

জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদীব এই কৌশলগুলির কারণ ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেন যে, ক্যাম্পাসে অতিথি পাখি মারলে বিচার হলেও, একজন শিবিরকর্মীকে পিটিয়ে হত্যা করলে কোনো বিচার হতো না। তিনি আরও জানান যে, শিবিরের কারণে অনেককে ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্যাম্পাস ছাড়তে হয়েছে এবং অন্তত ১৫০ নেতা-কর্মীকে ছাত্রত্ব না নিয়েই ক্যাম্পাস ছাড়তে হয়েছিল।

১৯৯৪ সালে কামরুল ইসলাম নামের এক ভর্তিচ্ছুকে শুধুমাত্র শিবিরের ডায়েরি পাওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। ২০০৯ সালে শহীদ সালাম বরকত হলে শিবির সন্দেহে কয়েকজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এছাড়া, শাহাবুদ্দিন তানিম নামের আরেক শিবির নেতাকে ভাষানী হলে একই কায়দায় নির্যাতন করে পঙ্গু হাসপাতালে ফেলে রাখা হয়েছিল। তার অভিযোগ, নামাজি ছাত্রদেরকেই শিবির সন্দেহে নির্যাতন করা হতো।

গত বছরের অক্টোবরে, জুলাই আন্দোলনের পর, ছাত্রশিবির ক্যাম্পাসে প্রকাশ্যে আসে এবং গত এক বছর ধরে বিনা বাধায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। সর্বশেষ তিন দশকের বেশি সময় ধরে নিষিদ্ধ থাকা দলটি ছাত্র সংসদে কেবল পুরো প্যানেলে জয়লাভ করেনি, বরং তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে সুনিপুণ কৌশলে এই সাফল্য অর্জন করেছে। ফলাফল ঘোষণার সময় 'আল্লাহু আকবার' স্লোগান দিতেও দেখা যায় শিবির কর্মীদের।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে