ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ গঠনে বড় সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১০:২৭:৩৭
‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ গঠনে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাঁচটি আর্থিকভাবে দুর্বল ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ব্যাংকে শিগগিরই প্রশাসক টিম নিয়োগ দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার ও খেলাপি ঋণ আদায় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হবে। এই নতুন ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক শিগগিরই লাইসেন্স ইস্যু করবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই পাঁচ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের প্রশাসক টিম দায়িত্ব পালন করবে। তারা ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম তদারকি করবেন। প্রশাসক টিম দায়িত্ব নেওয়ার পর, বর্তমানে দায়িত্বে থাকা পর্ষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। তবে এমডি ও পরিচালনা পর্ষদের সদস্যরা আপাতত বহাল থাকলেও, একীভূত প্রক্রিয়া সম্পন্ন হলে তারা পদচ্যুত হবেন।

এই একীভূত প্রক্রিয়া দীর্ঘমেয়াদি ও জটিল হওয়ায় সম্পূর্ণ কার্যক্রম শেষ হতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন মুখপাত্র। তবে বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে, এই সময়ের মধ্যে আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রক্ষা করা হবে।

প্রসঙ্গত, গত ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে একীভূত হওয়া নিয়ে পাঁচটি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার পক্ষে মত দেয়। অন্যদিকে, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই সিদ্ধান্তের বিরোধিতা করে।

একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার এরই মধ্যে ৩৫ হাজার কোটি টাকার বিপরীতে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন বরাদ্দ দিয়েছে। এছাড়া ভবিষ্যতে আরও ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরানো এবং দুর্বল ব্যাংকগুলোর ঝুঁকি হ্রাস করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে