ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৭ বিয়ে করে শেষমেশ চাকরি গেল ‘বিয়েপাগল’ বন কর্মকর্তার!

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০৮:০২:২৭
১৭ বিয়ে করে শেষমেশ চাকরি গেল ‘বিয়েপাগল’ বন কর্মকর্তার!

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সেই ‘বিয়েপাগল’ বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে! বন বিভাগের প্রভাবশালী এই কর্মকর্তা একে একে ১৭ জন নারীকে বিয়ে করেছেন নানা প্রলোভনে। তদন্তে এসব বিয়ের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

গতকাল (১৬ সেপ্টেম্বর) রাতে একটি জাতীয় গণমাধ্যমকে ফোনে বরখাস্তের বিষয়টি স্বীকার করেন কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি হাতে পেয়েছেন, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

এ বছর ৯ এপ্রিল খুলনার খাদিজা আক্তার নামে এক নারী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তার আগে ২০১৯ সালে আরেক স্ত্রী নাসরিন আক্তার দোলন আদালতে মামলা করেছিলেন, যা এখনও বিচারাধীন। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। ১১ সেপ্টেম্বর বরিশালে সরেজমিন তদন্তে অভিযুক্ত স্ত্রী ও ভুক্তভোগী পরিবারদের বক্তব্য নেন যুগ্ম সচিব সাইদুর রহমান।

একই দিন ভুক্তভোগী স্ত্রী ও স্বজনরা কোস্টাল সার্কেল অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এরপরেই তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

চাঁদপুরের তুষপুর গ্রামের এই বন কর্মকর্তা এর আগেও ঢাকা, খুলনা, বাগেরহাটসহ নানা জায়গায় কর্মরত অবস্থায় নারীদের ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। অতীতেও তিনি একই ধরনের অভিযোগে দুবার বরখাস্ত হয়েছিলেন। কিন্তু সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে পুনর্বহাল হন।

সর্বশেষ, গতকাল (১৬ সেপ্টেম্বর) বরিশাল মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু তার বিরুদ্ধে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে