ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার নারীদের পক্ষে সাফ কথা বললেন সাদিক কায়েম!

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১১:০৬:২১
এবার নারীদের পক্ষে সাফ কথা বললেন সাদিক কায়েম!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'-এর প্রার্থী আবু সাদিক কায়েম। নির্বাচনের পর থেকেই সামাজিক মাধ্যমে নারীদের পোশাক, অধিকার এবং স্বাধীনতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

তবে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাদিক কায়েম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কারও পোশাক বা ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে হেয় করা বা হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। হিজাব পরা বা আধুনিক পোশাক পরা—উভয়ই সমানভাবে ব্যক্তিগত অধিকার। আমরা বিশ্বাস করি, যার যেভাবে স্বাচ্ছন্দ্য, সে তেমন জীবনযাপন করবে। স্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না।"

তিনি আরও বলেন, "নারীরা আমাদের নেতৃত্বে যে আশ্বাস ও ভরসা খুঁজছেন, আমরা তা দিতে পেরেছি। নারীর নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে আমাদের জোট কোনো আপস করবে না।"

সাদিক দাবি করেন, ডাকসু নির্বাচন তাদের বিরুদ্ধে চালানো দীর্ঘদিনের ‘প্রপাগান্ডা’ ভুল প্রমাণ করেছে। "জুলাই বিপ্লবের পর আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করেছি, আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, বাস্তবায়নেও বিশ্বাস করি।"

নারীদের স্বাস্থ্য, স্যানিটেশন ও আবাসনের সমস্যা সমাধানে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। "নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের প্রতিশ্রুতি।"

সবশেষে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর পাশে থাকাই আমাদের লক্ষ্য। বিভাজনের রাজনীতি নয়—একতার রাজনীতি চাই আমরা।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে