ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের সূচক উজ্জ্বল হলেও টাকার অংক ম্লান

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৫:৩৯:৩৪
শেয়ারবাজারের সূচক উজ্জ্বল হলেও টাকার অংক ম্লান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূচক বেড়েছে, তবে টাকার অংকে লেনদেন কমেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীরা বর্তমানে আরও বেশি মুনাফার প্রত্যাশায় শেয়ার ধরে রাখার কৌশল নিচ্ছেন। ফলে সূচকের উত্থান হলেও লেনদেনে তেমন গতি আসছে না।

আগের দিন সূচক বেড়েছিল মাত্র ৬ পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৩২ লাখ টাকা। কিন্তু আজ সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট, তবু লেনদেন কমে দাঁড়িয়েছে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকায়। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা।

মঙ্গলবার বাজার পর্যালোচনা

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিনশেষে ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯.৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৭.৭৬ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ১৯৪.১৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক সামান্য চাপের মুখে পড়ে ০.৬০ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ১৩৪.৪৩ পয়েন্টে।

সারাদিনের লেনদেনে অংশ নেয়া ৪০০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির শেয়ারদর। অর্থাৎ সংখ্যার বিচারে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল দৃশ্যমান।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকার, যা আগেরদিনের ৮ কোটি ৬০ লাখ টাকার চেয়ে বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ১৯১ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দর বেড়েছে, ৬৯টির কমেছে এবং অপরিবর্তিত থেকেছে ২৯টির শেয়ারদর। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২২.৬১ পয়েন্টে। আগেরদিন এ সূচক বেড়েছিল ১৫.৫৬ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে