ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বেক্সিমকোসহ ৯ শিল্প গ্রুপ বিপদে!

২০২৫ সেপ্টেম্বর ১১ ০৮:৪৩:৪৮
বেক্সিমকোসহ ৯ শিল্প গ্রুপ বিপদে!

নিজস্ব প্রতিবেদক: সরকারের দেওয়া সুদমুক্ত ঋণ ফেরত না দেওয়ায় ৯টি শিল্প গ্রুপের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কয়েকজন পলাতক মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রস্তুতিও চলছে।

বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস, রোয়ার ফ্যাশন, মাহমুদ জিন্স, স্টাইল ক্রাফট এবং গোল্ডস্টার গার্মেন্ট।

শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে গত দুই বছরে ১২টি প্রতিষ্ঠানকে সরকার ৭০৬ কোটি টাকার বেশি বিনা সুদে ঋণ দেয়। এর মধ্যে ৯ প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময়সীমা শেষ হলেও তারা অর্থ ফেরত দেয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধক রাখা সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, আর ঋণ পরিশোধে অনীহার কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, “এটি জনগণের ট্যাক্সের টাকা—এখানে ছাড়ের কোনো সুযোগ নেই।”

বৈঠকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ ও ঋণপ্রাপ্ত কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে