ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ওষুধ কোম্পানির জন্য বড় ধাক্কা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৬:৩৩:৪৪
ওষুধ কোম্পানির জন্য বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চলাফেরায় দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। বলা হচ্ছিল, তাদের ভিড়ের কারণে চিকিৎসকদের কাজ ব্যাহত হচ্ছে, রোগীরা পড়ছেন ভোগান্তিতে। অনেক সময় প্রতিনিধিদের প্রভাবেই চিকিৎসকরা প্রয়োজনের বাইরে নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন বলেও অভিযোগ উঠেছে। এসব বিবেচনায় এবার কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে দেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে মাত্র দুই দিন—সোমবার ও বৃহস্পতিবার—দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত (মোট সাড়ে ৫ ঘণ্টা) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। নির্ধারিত সময়ের বাইরে হাসপাতাল এলাকায় তাদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া, সাক্ষাতের সময় অবশ্যই নিজ নিজ কোম্পানির পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ওষুধ প্রতিনিধিরা রোগীর কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না। চিকিৎসকের টেবিলে ওষুধ কোম্পানির প্রদত্ত ওষুধের তালিকাও রাখা যাবে না। চিকিৎসকরা সরকারি হাসপাতালে বসে আর বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাড ব্যবহার করতে পারবেন না এবং সরকার-সরবরাহকৃত ওষুধ বা পরীক্ষাগার সুবিধা থাকা সত্ত্বেও বাইরে থেকে সেবা নিতে বলা যাবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের এই সিদ্ধান্তের মাধ্যমে চিকিৎসা পরিবেশে শৃঙ্খলা ফিরবে এবং রোগীরা হয়রানি ও অপ্রয়োজনীয় ওষুধ সেবনের চাপ থেকে মুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে