ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণ জানালেন জাবি প্রক্টর

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৬:২১:৩০
ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণ জানালেন জাবি প্রক্টর

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয়, যা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

এই দেরির কারণ ব্যাখ্যা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম রাশেদুল আলম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রক্টর রাশেদুল বলেন:“গত ৩৩ বছর ধরে জাকসু নির্বাচন না হওয়ায় অভিজ্ঞতার অভাব রয়েছে। ফলে ফলাফল প্রস্তুতিতে বেশি সময় লাগছে।”

তিনি আরও বলেন—“প্রতিটি ব্যালট সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল তৈরি করা হচ্ছে যাতে কোনো বিভ্রান্তি বা ভুল না থাকে। এজন্য তথ্য বিশ্লেষণ করে মূল রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে, যা সময়সাপেক্ষ।”

প্রক্টরের ভাষায়—“অভিজ্ঞতা কম, আবার কাজটি নিখুঁতভাবে করতে হচ্ছে। তাই তাড়াহুড়ো না করে, ধীরে সুস্থে প্রতিটি ভোট গণনা করা হচ্ছে। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।”

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা শনিবার দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।এ পর্যন্ত মোট ২১টি হলের মধ্যে ১৮টির গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৩টি হলে গণনা চলছে।

এবারের নির্বাচনে নানা অভিযোগ, ভোট বর্জন এবং নির্বাচন কমিশনের দুই সদস্যের পদত্যাগের ঘটনাও ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে ফলাফল সঠিকভাবে প্রকাশে সময় নিচ্ছে বলে জানানো হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে