ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মাহফুজ আলমকে নিয়ে নাহিদ ইসলামের পোস্টে বিস্ফোরণ

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৬:০৯:২৭
মাহফুজ আলমকে নিয়ে নাহিদ ইসলামের পোস্টে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে বলে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে দাবি করেছেন। পোস্টে উল্লেখ করা হয়েছে, এর আগেও আমেরিকায় তাঁর ওপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছিল।

পোস্টটিতে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী ফ্যাসিবাদীরা বারবার মাহফুজ আলমকে টার্গেট করছে এবং ভবিষ্যতে অন্যদেরও একইভাবে টার্গেট করা হবে। গোপালগঞ্জে ফ্যাসিবাদীদের বর্বরতা দেখা যাচ্ছে বলেও নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেছেন।

মাহফুজ আলমের ওপর হামলার নীরব সমর্থকদের সমালোচনা করে পোস্টে বলা হয়েছে, তারা ভুল করছেন এবং এটি ফ্যাসিবাদী রাজনীতির অংশ। গণ-অভ্যুত্থানের পর মাহফুজ আলমকে উপেক্ষা করা হচ্ছে এবং যারা দায় ও দরদের রাজনীতি করেন, তারা বাংলাদেশে সেই পথে হাঁটছেন না। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি বিভিন্ন গ্রুপের মাধ্যমে শুরু হয়েছে, যা অনিবার্যভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।

নাহিদ ইসলামের পোস্ট অনুযায়ী, যদি মাহফুজ আলম বেঁচে থাকার সুযোগ পান, তবে সময়ই প্রমাণ করবে যে তিনি সঠিক ছিলেন। মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো উপদেষ্টাকে বা প্রেস সচিবকে এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি।

পোস্টটিতে আরও অভিযোগ করা হয়েছে যে, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতর থেকেই মাহফুজ আলমকে অপহরণ ও হত্যার জন্য জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেছেন যে, এই সরকার ও উপদেষ্টারা মাহফুজকে যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এই সমস্ত ঘটনা মনে রাখা হচ্ছে এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে