ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৫:৫৫:৪৪
পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। নির্বাচন কমিশনের একের পর এক সদস্য পদত্যাগ করছেন। সর্বশেষ, কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন।

তিনি আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদত্যাগের ঘোষণা দেন। রেজওয়ানা করিম স্নিগ্ধা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির পক্ষ থেকে নৃবিজ্ঞান বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন।

এর আগে শুক্রবার রাতে কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে "লেভেল প্লেয়িং ফিল্ড" অনুপস্থিত ছিল, অনিয়ম ছিল ব্যাপক এবং কমিশনের ভেতরেও মতামত উপেক্ষার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে তিনি বলেন:“আমার ওপর পদত্যাগ না করার জন্য চাপ ছিল, কিন্তু আমি দায়িত্বশীলভাবে কমিশন থেকে সরে দাঁড়াচ্ছি।”

১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ হয়।

ভোটের আগের দিন থেকেই শুরু হয় বিতর্ক—বামপন্থী ও ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ তোলে, ভোট গণনার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক নাকি জামায়াত-সংশ্লিষ্ট।

সে কারণে নির্বাচন কমিশন মেশিন বাদ দিয়ে হাতে গণনার সিদ্ধান্ত নেয়।

ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

সন্ধ্যা ৭টার দিকে বাম-সমর্থিত আরও ৪টি প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

৮টি প্যানেলের মধ্যে ৫টি প্যানেলের ৬৮ জন প্রার্থী বর্জন করলেও ৩টি প্যানেলের ১১১ জন প্রার্থী ভোটে ছিলেন।

ভোটগ্রহণ শেষে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয়। রাত ১০টার পর শুরু হয় গণনা।ভোট গণনায় ধীরগতি এবং তিন ঘণ্টার বেশি সময় গণনা বন্ধ থাকায় শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এমন পরিস্থিতির মধ্যে ক্যাম্পাসে শোক ছড়িয়ে পড়ে, শুক্রবার সকালে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু আরও ভারি করে তোলে পরিবেশ।

“নির্বাচনে অনেকগুলো অনিয়ম ও মারাত্মক ত্রুটি ছিল। আমার মতামত কমিশনে গ্রহণযোগ্য হয়নি। ফলে আমার পক্ষে দায়িত্বে থাকা সম্ভব নয়।”

এই ঘটনায় জাকসু নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়ার দাবি জানালেও কমিশনের ভেতরকার বিভাজন ও পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে