ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত 

২০২৫ সেপ্টেম্বর ১১ ১১:৪৩:৪৭
ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক: ভারতের আসামে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত ও দ্রুত বহিষ্কারে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ লক্ষ্যে আসাম মন্ত্রিসভা একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুমোদন করেছে, যার মাধ্যমে মাত্র ১০ দিনের মধ্যে কাউকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করে দেশছাড়া করা যাবে।

নতুন পদ্ধতিতে, কোনো ব্যক্তিকে অবৈধ অভিবাসী বলে সন্দেহ করা হলে, তাকে তার নাগরিকত্ব সংক্রান্ত বৈধ কাগজপত্র ডেপুটি কমিশনার (DC) বরাবর জমা দিতে হবে।

১০ দিনের মধ্যে ডিসি ও অতিরিক্ত ডিসি এসব নথি যাচাই করবেন।

সন্তোষজনক প্রমাণ না পেলে ১১তম দিনে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে।

সেখান থেকে BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স) এর সহায়তায় তাকে দেশে ফেরত পাঠানো হবে।

যদি ডিসি চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারেন, তাহলে বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল যদি নির্ধারণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক, তাহলে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই SOP কার্যকর হলে বিদেশিদের চিহ্নিতকরণ ও বহিষ্কার প্রক্রিয়া অনেক দ্রুত ও সহজ হবে।তিনি আরও বলেন:“একজন ব্যক্তি NRC-তে নাম থাকলেও, যদি প্রমাণিত হয় যে তিনি বিদেশি, তাহলেও তাকে বহিষ্কার করা হবে।”

“NRC-তে নাম থাকলেই কেউ ভারতীয় নাগরিক—এই ধারণা ভুল। সুপ্রিম কোর্টও এ বিষয়ে স্পষ্ট রায় দিয়েছে।”

আসাম সরকার জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩০,১২৮ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। নতুন SOP বাস্তবায়নের পর এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন নিয়ম ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী ৭-১০ দিনের মধ্যেই পূর্ণ বাস্তবায়ন শুরু হবে।

আসাম ভারতের সেই রাজ্য, যেখানে অবৈধ অনুপ্রবেশ ও নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা রয়েছে। NRC, CAA ও ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে এ সমস্যার সমাধানে বারবার পদক্ষেপ নেওয়া হলেও তা নিয়ে বিরোধিতা ও উদ্বেগ চলমান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে