ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলি হামলা

২০২৫ সেপ্টেম্বর ১০ ০৬:৫৫:১৭
কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা—এমন তথ্য দিয়েছে আল-জাজিরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় একাধিক বিস্ফোরণে শহরের আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়।

আল-জাজিরার কাছে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ওই সময় হামাসের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিল। হামলার ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়ে একে "কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন" হিসেবে অভিহিত করেছে।

একই দিনে গাজার স্বাস্থ্যকর্মীরা জানান, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন ছিলেন সাহায্যপ্রার্থী।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ এ পর্যন্ত ভয়াবহ প্রাণহানির কারণ হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩১৯ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়েছিল।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে