ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘জামায়াতি প্রশাসন’ আখ্যায় বিপাকে ঢাবি উপাচার্য

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৮:১৬:৩৭
‘জামায়াতি প্রশাসন’ আখ্যায় বিপাকে ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ (মঙ্গলবার) বিকেলে সিনেট ভবনে এক চলমান সভায় হঠাৎ উপস্থিত হয়ে এই বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

ছাত্রদলের অভিযোগ, ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াত-শিবির সংশ্লিষ্ট বহিরাগতদের জড়ো করা হয়েছে। তারা দাবি করে, প্রশাসন ইচ্ছাকৃতভাবে এসব তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না।

বিকেল সাড়ে ৫টার দিকে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মিটিং চলাকালীন সেখানে উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা উপাচার্যের উদ্দেশে প্রশ্ন তুলতে শুরু করেন এবং দাবি করেন যে, ক্যাম্পাসের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। একপর্যায়ে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে বলেন, "আপনারা জামায়াতি প্রশাসন— আজ আমরা আপনাদের এইভাবে চিহ্নিত করলাম।"

উপাচার্য জবাবে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,"আজকের পর থেকে আমরা আপনাদের প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন হিসেবে ঘোষণা করলাম। আপনারা যদি এখনো কার্যকর ব্যবস্থা না নেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে আর কোনো সহযোগিতা করব না।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে