ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

টিকিট কারসাজিতে ১৩ ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২২:৪৮:১০
টিকিট কারসাজিতে ১৩ ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির অভিযোগে সোমবার ১৩টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ অনুযায়ী, এসব এজেন্সি এয়ারলাইন্সের জিএসএদের সঙ্গে যোগসাজসে সাধারণ যাত্রীদের জন্য টিকিটের কৃত্রিম সংকট তৈরি করছিল এবং সেই টিকিট অস্বাভাবিকভাবে উচ্চ মূল্যে বিক্রি করছিল।

তদন্তে জানা গেছে, এসব এজেন্সি যাত্রীদের নাম ছাড়া হাজার হাজার টিকিট ব্লক করে রাখত এবং পরে চড়া দামে বিক্রি করত। এ ধরনের কারসাজির ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি বৃদ্ধি পেত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদি এই ব্লক করা টিকিটগুলি কম্পিউটার সিস্টেমে অবিলম্বে খোলা হয়, তাহলে বাজারে সংকট কমে আসবে এবং টিকিটের মূল্য স্বাভাবিক হবে।

অভিযুক্ত এজেন্সিগুলোর মধ্যে মূলহোতা হিসাবে কাজী এয়ার ইন্টারন্যাশনাল-এর কাজী মোহাম্মদ মফিজুর রহমানকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সিটিকম ইন্টারন্যাশনাল, হাশেম এয়ার, আরবিসি ট্রাভেলস, কিং এয়ার, মেগা এয়ার ইন্টারন্যাশনাল, মাদার লাভ ট্রাভেলস, জেএস ট্রাভেলস, এনএমএসএস ট্রাভেলস, বিপ্লব ইন্টারন্যাশনাল, সাদিয়া ট্রাভেলস, ফোর ট্রিপ ও আততাইয়ারা ট্রাভেলস এজেন্সি এই চক্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে বেবিচকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে কারসাজির প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত ১৩টি এজেন্সির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে এমন কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীদের জন্য মন্ত্রণালয় সতর্ক করেছে, টিকিট কেনার সময় সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনুমোদিত ও বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ব্যবহার করা উচিত। এছাড়া টিকিটের মূল্য সরকারিভাবে নির্ধারিত দামের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের কারসাজি রোধে সরকার আরও কঠোর নীতি প্রণয়নের পরিকল্পনা করছে। তদারকি ব্যবস্থা জোরদার করা হবে, যাতে দেশের এভিয়েশন খাতে স্বচ্ছতা বজায় থাকে এবং যাত্রীদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে