ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘না’ ভোটে নতুন নিয়মে পাল্টে যাচ্ছে নির্বাচন!

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১০:৩৫:১৫
‘না’ ভোটে নতুন নিয়মে পাল্টে যাচ্ছে নির্বাচন!

নিজস্ব প্রতিবেদক: একক প্রার্থী থাকলে ‘না’ ভোটের সুযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখে পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করবে।

গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোর মধ্যে রয়েছে:

‘না’ ভোটের বিধান পুনঃপ্রবর্তন: একক প্রার্থী থাকলেও তাঁকে ‘না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ‘না’ ভোট বেশি হলে পুনঃনির্বাচন হবে।

ইসির ক্ষমতা বৃদ্ধি: সরকার ও ইসির মতবিরোধে ইসির সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন ও পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে আসবে।

গোপনীয় অনুবেদন ও শাস্তি: ইসির নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপনীয় প্রতিবেদন দেওয়া ও শাস্তি কার্যকরের ব্যবস্থা রাখা হয়েছে।

লটারি বাতিল: দুই প্রার্থী সমান ভোট পেলে পুনরায় নির্বাচন হবে, লটারি প্রথা বাতিল।

প্রার্থীদের জামানত বাড়ানো: জামানত বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ।

ভোট গণনায় স্বচ্ছতা: ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার বিধান।

নির্বাচনি ব্যয়ের স্বচ্ছতা: দলগুলোর নির্বাচনি আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক, এবং ব্যয় তদারকির জন্য কমিটি গঠন।

প্রতীক বরাদ্দের আগে মামলার নিষ্পত্তি।

হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা নেওয়া যাবে।

মিথ্যা অভিযোগের জন্য মামলার বিধান।

ইসি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ১১ আগস্ট বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম থাকছে না এবং তা-সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে। পাশাপাশি, ফলাফল বাতিল ও স্থগিত করার ক্ষমতা ইসির কাছে পুনর্বহাল করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে