ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

হাদীর চোখের জলে ভেসে গেলেন হাজারো দর্শক

২০২৫ আগস্ট ২৮ ১১:২০:৪০
হাদীর চোখের জলে ভেসে গেলেন হাজারো দর্শক

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সম্প্রতি একটি হৃদয়বিদারক গল্প শেয়ার করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। দুই চোখ হারানো এক কোরআনে হাফেজ ও আন্দোলনকারী যুবকের গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়েছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে হাদী এ গল্পটি শোনান। পাশাপাশি তিনি জুলাই আন্দোলন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়েও কথা বলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে হাদী বলেন,“জুলাই আন্দোলনে আমরা কতজন শহীদের লাশ শনাক্তও করতে পারিনি। আমি জানি, এক সময় আমরা একা হয়ে যাব, কেউ পাশে থাকবে না। কিন্তু এই যে এতগুলো তরুণ চিরতরে অন্ধ হয়ে গেল, পঙ্গু হয়ে গেল—এটা কি কেউ ভুলে যেতে পারবে?”

এক পর্যায়ে হাদী স্মরণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় এক আন্তর্জাতিক গণমাধ্যম আহত এক যুবক—একজন কোরআনের হাফেজের—সাক্ষাৎকার নিচ্ছিল। ছেলেটি তখন হাদীর কণ্ঠ শুনে তার উপস্থিতি বুঝতে পারে।

তার বর্ণনায়,“ছেলেটা আমার কাঁধে হাত রেখে বলল, ‘হাদী ভাই, যদি সপ্তাহ খানেকের জন্যও একটা চোখে আলো ফিরিয়ে দেওয়া যেত, তাহলে আমার মাকে একবার দেখতে পারতাম।’ আমি তখন বললাম, ‘ভাই, এক সপ্তাহের জন্য কেন?’ তখন সে বলল, ‘আন্দোলনে যাওয়ার আগে আমার মা অনেকবার নিষেধ করেছিল। ফিরে আসার সময় মাকে আর দেখা হয়নি। এখন মনে হয়, অন্তত একবার মাকে দেখে যেতে পারতাম।’”

এই স্মৃতিচারণ করতে গিয়েই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি হাদী।

তিনি বলেন,“এদিকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অথচ এই ছেলেটার একটা চোখের আলো নেই। একটা জীবন, একটা মা—সবকিছু যেন হারিয়ে গেছে।”

এই বক্তব্যের একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নোমান হাবীব নামে একজন লেখেন,“যেখানে চারদিকে স্বার্থের প্রতিযোগিতা, সেখানে হাদী ভাই নিঃস্বার্থ এক মানবতার আলোকবর্তিকা। অন্যের দুঃখ নিজের অশ্রু দিয়ে ভিজিয়ে নেওয়ার মাঝেই তাঁর মহত্ত্ব।”

অনেকেই ভিডিওটি দেখে হাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আহত আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে