ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে হচ্ছে কমিটি

২০২৫ আগস্ট ২৭ ১৫:৪৯:১৩
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে হচ্ছে কমিটি

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও তিন দফা দাবি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে চারজন উপদেষ্টা এবং প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কমিটিতে তাঁর পাশাপাশি পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার থাকবেন। এছাড়া প্রকৌশলী সংগঠনগুলোর প্রতিনিধিরাও এ কমিটিতে যুক্ত হবেন।

ফাওজুল কবির খান বলেন, “বুয়েট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে যে ইস্যু তৈরি হয়েছে, সেটি সমাধানে এই কমিটি গঠন করা হচ্ছে। গঠন প্রক্রিয়া এখন চলছে। গঠন শেষ হলে দ্রুত বৈঠক অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, নেসকোতে (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) এক প্রকৌশলীকে হত্যার হুমকির ঘটনাই মূলত সাম্প্রতিক আন্দোলনের সূত্রপাত। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ আগস্ট) বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর বুধবার থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু হয়। দুপুরে শাহবাগে অবস্থান নেওয়ার পর সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে