ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

‘লংমার্চ টু ঢাকা’: শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

২০২৫ আগস্ট ২৭ ১৫:১৪:৫৩
‘লংমার্চ টু ঢাকা’: শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ শেষে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে রওনা হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে তাঁদের গতিরোধ করে পুলিশ। এ সময় উত্তেজনা দেখা দিলে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জলকামান দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলে। এ পর্যন্ত অন্তত আট থেকে দশটি সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সেনাবাহিনীর সদস্যদের যমুনা অভিমুখে যেতে দেখা গেছে। যমুনার প্রবেশমুখে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বুয়েট ক্যাম্পাসে সমবেত হন শিক্ষার্থীরা। প্রধান ফটকের সামনের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে তাঁরা শাহবাগে আসেন। বেলা ১১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

শিক্ষার্থীরা বলছেন, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহারের সুযোগ না দেওয়া, তাঁদের কাউকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত না করা এবং স্নাতক প্রকৌশলীদের দশম গ্রেডের চাকরিতে প্রবেশাধিকার নিশ্চিত করাসহ তিনটি দাবিই তাঁদের আন্দোলনের মূল বিষয়।

অভিযোগ করা হয়, সম্প্রতি রংপুরে এক স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। শিক্ষার্থীদের দাবি, দোষীদের গ্রেপ্তারসহ তাঁদের তিন দফা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে