ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

এবার মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

২০২৫ আগস্ট ২৪ ০৯:৫১:০১
এবার মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। সম্প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন।নিজের প্রতিষ্ঠিত দল 'তামিলাগা ভেত্রি কাজাগাম' (টিভিকে)-এর এক বিশাল সমাবেশে তিনি বিজেপিকে 'ফ্যাসিবাদী' এবং 'আদর্শগত শত্রু' হিসেবে চিহ্নিত করেছেন।

রাজনৈতিক দল গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা:

চলতি বছরের ফেব্রুয়ারিতে 'তামিলাগা ভেত্রি কাজাগাম' (টিভিকে) নামে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বিজয়।২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তিনি রাজনীতিতে নেমেছেন। মাদুরাইয়ের পারাপথিতে অনুষ্ঠিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় ঘোষণা দেন, তার দল আগামী নির্বাচনে কোনো জোটে যাবে না, এককভাবেই লড়বে।

অভিনয় জগৎকে বিদায় জানিয়ে পুরোপুরি জনসেবায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজয় জানিয়েছেন যে, চুক্তিবদ্ধ থাকা সিনেমার কাজ শেষ করে তিনি রাজনীতিতে পূর্ণ সময় দেবেন।

বিজেপি ও ডিএমকে-কে আক্রমণ:

বিশাল জনসমাবেশে বিজয় স্পষ্ট ভাষায় বলেন, "আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক শত্রু ডিএমকে।" ক্ষমতাসীন ডিএমকে-কে তিনি 'রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী' হিসেবে উল্লেখ করেছেন।তার এই ঘোষণায় তামিলনাড়ুসহ ভারতের জাতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয়ের লক্ষ্য হলো ডিএমকে এবং এআইএডিএমকে-এর মতো দলগুলোর বিকল্প হিসেবে নিজেকে ও নিজের দলকে রাজ্যের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।সমাবেশে প্রতীকী ভাষায় বিজয় বলেন, "বনে অনেক শেয়াল থাকতে পারে, কিন্তু রাজা একজনই হয় - সিংহ।"এর মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র এবং শক্তিশালী অবস্থানের জানান দিয়েছেন।

তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। এমজি রামচন্দ্রন, করুণানিধি এবং জয়ললিতার মতো ব্যক্তিত্বরা সিনেমার জগৎ থেকে এসে রাজ্যের রাজনীতিতে কিংবদন্তী হয়েছেন। এবার সেই পথেই হাঁটতে চলেছেন বিপুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার এই রাজনৈতিক অভিযাত্রা কতটা সফল হয়, সেদিকেই এখন সবার নজর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে