ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে স্বস্তি: কমেছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ

২০২৫ আগস্ট ২৩ ১৪:০৯:২৮
শেয়ারবাজারে স্বস্তি: কমেছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ

নিজস্ব প্রতিবেদক: সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে আসায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমিয়ে দেওয়ায় বাজারে তারল্য প্রবাহ বেড়েছে এবং নতুন বিনিয়োগ সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত ১৮ আগস্ট ট্রেজারি বিলের সুদের হার নেমে দাঁড়িয়েছে ১০.১৪ থেকে ১০.৪৩ শতাংশে, যা জুন মাসের শেষে ছিল ১২ শতাংশের ওপরে। একইভাবে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের হারও নেমে এসেছে প্রায় ১০ শতাংশে। বিশ্লেষকদের মতে, সুদ কমায় ব্যাংকগুলো বিকল্প খাত, বিশেষত শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সরকারের ঋণ চাহিদা কমে যাওয়াতেই এ পরিবর্তন এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে মোট ৭ হাজার ৪৩৮ কোটি টাকা ঋণ নিলেও, ফেরত দিয়েছে ৪ হাজার ৩৫০ কোটি টাকা। ফলে নিট ঋণ গ্রহণ দাঁড়িয়েছে মাত্র ৩ হাজার ৮৭ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তাদের মতে, সরকার এখন বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি সুদে ঋণ না নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ শতাংশ নীতিগত হারে ঋণ নিচ্ছে। এতে সরকারের ঋণ ব্যয় কমছে এবং ব্যাংকগুলোর হাতে থাকা অতিরিক্ত অর্থ লাভজনক খাতে ব্যবহারের সুযোগ পাচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, ট্রেজারি বিল ও বন্ডের আকর্ষণ কমায় ব্যাংক ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝুঁকতে পারে। এতে বাজারে নতুন তারল্য প্রবাহ তৈরি হবে এবং বিনিয়োগে গতি আসবে। এ ছাড়া, সরকারের বিদেশি ঋণ সহজলভ্য হওয়ায় অভ্যন্তরীণ ব্যাংকের ওপর চাপ কমেছে, যা শেয়ারবাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে