ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

২০২৫ আগস্ট ২৩ ১২:৪৩:১৫
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিচার চলমান থাকায় দলটি চলমান অবস্থায় কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৩ আগস্ট) রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন,“আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলছে। বর্তমানে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেখা যাক, আদালতের রায়ে কী আসে।”

তিনি জানান, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন জোর প্রস্তুতি নিচ্ছে। এ সময় তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানান।

“যে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা বা দখলের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে,”— বলেন সিইসি।

নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আরও বলেন,“ভোট হবে কি না, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। তাঁর চিঠি পাওয়ার পর থেকেই আমরা প্রস্তুতি জোরদার করেছি।”

তিনি আরও যোগ করেন,“যেসব জেলা প্রশাসক (ডিসি) বা পুলিশ সুপার (এসপি) আগে বিতর্কিত ভূমিকায় ছিলেন, তাদের নির্বাচনি দায়িত্বে পুনর্বহাল করার কোনো পরিকল্পনা নেই।”

“যারা এখনো ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের জন্য বলছি— সেই ইতিহাস ভুলে যান। স্বপ্ন ভঙ্গ হবেই।”

নাসির উদ্দিন বলেন,“আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন আমাদের সংবিধানে নেই। এ ধরনের ব্যবস্থা চালুর কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।”

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে বিতর্ক থাকলেও কমিশন নিরপেক্ষভাবে সংবিধানের মধ্যে থেকেই কাজ করে যাবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে