ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

তিনবারের গুজবের জবাব দিলেন তাসনিম জারা

২০২৫ আগস্ট ২৩ ১০:৫৩:৩৩
তিনবারের গুজবের জবাব দিলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার সাম্প্রতিক নেপাল ভ্রমণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে নানা গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট দেন তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেন,“আমাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, শুধু কাজে মনোযোগ দিতে চাই। তবে সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়।”

ডা. জারা জানান, তিনি নেপালে গিয়েছিলেন সে দেশের সরকারের আমন্ত্রণে, ‘নিরাপদ বাতাস ও দূষণের স্বাস্থ্যঝুঁকি’ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নিতে। নেপালের দূতাবাসের আমন্ত্রণ আসে ২ জুলাই। তবে একটি ভারতীয় পোর্টালে ভিত্তিহীনভাবে দাবি করা হয়, তিনি নেপালে গিয়ে এক মার্কিন অফিসিয়ালের সঙ্গে ‘ব্রেকফাস্ট মিটিং’ করেছেন এবং এটি নাকি বাংলাদেশি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত।

তিনি এই দাবিকে “সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক” বলে আখ্যায়িত করেন।

এই গুজব নতুন নয় বলেও জানান তিনি। পোস্টে উল্লেখ করেন,“এই মাসেই ছড়ানো হয়েছিল যে, আমি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে বৈঠক করছি। পরে সংশ্লিষ্ট গণমাধ্যমই ভুল স্বীকার করে জানায়—তারা গোয়েন্দাদের তথ্যের ওপর ভরসা করে ভুল সংবাদ প্রকাশ করেছিল।”

তাসনিম জারা স্পষ্ট করে বলেন,“১১ আগস্ট আমাদের পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। সেখানে আমাদের আহ্বায়ক, সদস্য সচিব, আমি এবং একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলাম। এটা কোনো গোপন বৈঠক ছিল না। আমরাই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করি।”

তিনি অভিযোগ করেন, একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াত করলেও তাদের ক্ষেত্রে কোনো সন্দেহ বা বিভ্রান্তি ছড়ানো হয়নি। বরং একটি সংবাদমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে তাঁর একটি পেছন থেকে তোলা ছবি প্রকাশ করে যেন তিনি “গোপন কিছু করছেন” — এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করে।

তাসনিম জারা বলেন,“প্রশ্ন হলো—গোয়েন্দা সংস্থার দায়িত্ব কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি মিডিয়ার জন্য ফটোগ্রাফারের ভূমিকা পালন করা?”

তিনি আরও বলেন, আগস্ট মাসেই তিনবার তাঁর বিরুদ্ধে একই ধরনের মিথ্যা প্রচার চালানো হয়েছে এবং প্রতিবারই উৎস হিসেবে গোয়েন্দা সংস্থার নাম এসেছে।

তাসনিম জারা অভিযোগ করেন,“আওয়ামী স্বার্থসংশ্লিষ্ট কিছু মিডিয়া এসব গুজব ছড়ানোর মূল চালিকা শক্তি। তারা চায়, এক মিথ্যাকে বারবার বলে সেটাকে সত্যে পরিণত করতে।”

পোস্টের শেষাংশে তাসনিম জারা লিখেছেন,“এসব মিথ্যায় আমাকে দমন করা যাবে না। আমি আমার কাজ—নতুন বাংলাদেশ গঠনে—সচেষ্ট থাকবো। শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে। আর এটাই সুনিশ্চিত।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে