ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু

২০২৫ আগস্ট ২১ ০৬:১৮:৫৫
বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার একাধিক আপত্তিকর ভিডিওর সত্যতা যাচাই করবে এই কমিটি। অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের নেতৃত্বে গঠিত এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কমিটিতে আরও রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের আইসিটি-২ এর পরিচালক মতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে শাহীনুল ইসলামকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শাহীনুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ভিডিওগুলোকে ভুয়া বলে দাবি করেছেন। তবে প্রাথমিক তদন্তে বাংলাদেশ ব্যাংক ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। আপত্তিকর ভিডিওর পাশাপাশি আলোচিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ করে দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তদন্ত কমিটি এসব অভিযোগও খতিয়ে দেখবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে